Thursday, July 26, 2012

Bukhari

ইসলাম অন্যের অধিকার সংরক্ষণ করতে শেখায়

সাহল বিন সা’দ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের নিকট একটি পাত্র আনা হলো, তিনি তা থেকে পান করলেন। তাঁর ডান পার্শ্বে উপস্থিত লোকদের মধ্যে একজন অল্পবয়সী বালক ছিল। আর বয়স্ক লোকেরা ছিল তাঁর বাম দিকে। তখন তিনি বললেন: “হে বালক! তুমি কি আমাকে অনুমতি দিবে যে, অবশিষ্টটুকু বয়স্ক লোকদেরকে দেয়ার জন্য?” সে বলল: হে আল্লাহর রাসূল! আপনার মুখ লাগানো পানীয় পান করার ব্যাপারে আমি নিজের চেয়ে অন্যকে অগ্রাধিকার দেব না। তখন তিনি বালকটিকে সে পানীয় দিলেন। [বুখারী: ২৩৫১]

No comments:

Post a Comment