Tuesday, March 26, 2013

২৬ মার্চ ............ ভাবনা

২৬ মার্চ , স্বাধীনতা দিবস । ১৯৭১ সালের এই দিনে আমরা জালিমের বিরদ্ধে বিদ্রোহ করেছিলাম । যে জালিম সরকার তার চূড়ান্ত নির্যাতন শুরু করে ২৫ মার্চ কালরাতে । আর তারই প্রতিবাদে মেজর জিয়া পাকিস্তানের সরকার এর সাথে বিদ্রোহ করে দীপ্ত কণ্ঠে ঘোষণা করেন স্বাধীনতার যুদ্ধের । আর এই থেকে শুরু মুসলিম বাঙ্গালী জাতির দীর্ঘ নয় মাসের রক্তাক্ত যুদ্ধের ।অবশেষে আমরা ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে বিজয় লাভ করি । এই যুদ্ধের পরিসমাপ্তি হয় আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে ।কিন্তু এখনো আমরা শিক্কা, সংস্কৃতি, অর্থনীতি, দুর্নীতি, সুশাসন, ন্যায়-বিচার, অধিকার আদায় ও অন্যান্য বিষয় নিয়ে  যুদ্ধ চালিয়ে যাচ্ছি । আজ আমরা নিজের ধর্ম - অধিকার নিয়ে জালিম সরকারের বিরুদ্ধে আন্দুলন করছি । আর সরকার তার প্রতিকার না করে আমাদেরকে জঙ্গি , সন্ত্রাস বলে নির্যাতন করে আন্দুলন স্তব্দ করতে চায় ।কিন্তু সরকার ভুলে গেছে যারা স্বাধীন ভাবে বেঁচে থাকতে চায় তাদেরকে কখনো গোলামির যিঞ্জির পরানো যায় না । বরং তারা সংগ্রাম করে আর শহীদি কাফেলায় শরীক হয়ে অমর হতে চায় ।
আল্লাহ আমাদের সহায় হন । আমীন ।

Tuesday, February 12, 2013

স্বাধীনতা


আমরা কি স্বাধীন দেশে বাস করছি ! আমার তো মনেহয় না না না ......। আর যদি বাস করি তাহলে কোথায় আমাদের বাঁকস্বাধীনতা । আজ যারা সরকারের সাতে থাকবে তারা হল দেশ প্রেমিক আর যারা সরকারের দুর্নীতি , নির্যাতন , সন্ত্রাসীর বিরদ্দে কথা বলবে তারা গাদ্দার । তাই দেখলে মুজিব শাসনের কতা মনে পরে । আল্লাহ আমাদের যালিম শাসকের হাত থেকে রক্কাকরুন । আমীন আমীন !!!!!!!!!